সংবাদ শিরোনাম:

যাত্রাবাড়ী এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা তপন গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত সমন্বয়ক আশিকুজ্জামান

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

মোঃ সানি হোসেন, স্টাফ রিপোর্টার:

গত ৭ অক্টোবর ২০২৪ কদমতলি,যাত্রাবাড়ী ও ডেমরা থানা ৩রা আগস্ট ঘোষিত কমিটির সমন্বয়ক মোঃ আশিকুজ্জামানকে গুরুতরভাবে আক্রমণ করেছেন যাত্রাবাড়ী এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম তপন গ্যাংয়ের সন্ত্রাসীরা।

সমন্বয়ক আশিকুজ্জামান (২৬) ৭ অক্টোবর রাত ১০টায় বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে কিশোর গ্যাংয়ের ০৬ থেকে ০৮ জন চাইনিচ কুরাল সহ বিভিন্ন দেশীয় অশ্র নিয়ে সমন্বয়ক আশিকুজ্জামান উপর সন্ত্রাসী হামলা চালায়।পরে এক পর্যায়ে সমন্বয়ক আশিকুজ্জামান মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে গেলে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রুপসী বাংলা হাসপাতালে ভর্তি করে।তাঁর শরীরে অসংখ্য সেলাই লেগেছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ভুক্তভোগী আশিকুজ্জামান জানিয়েছেন,হামলাকারীরা হামলার সময় তাকে হুমকি দিয়ে বলেন, “গতকাল যাত্রাবাড়ীতে আমাদের পোলাপানদের হেডম দেখাইছিলি,আজকে তোকে শেষ করে দিবো।” এই হুমকি থেকে ধারণা করা হচ্ছে, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং এর সাথে পূর্বের কোনো বিরোধ জড়িত থাকতে পারে।

ঘটনার সূত্রপাত ৬ অক্টোবর, যখন সাবেক ছাত্রলীগ নেতা তপন,শাওন ও তার দল যাত্রাবাড়ী থানায় ভুয়া আইডি কার্ড তৈরি করে এবং অছাত্রদের নিয়ে একটি গ্যাং গঠন করে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তারা সাধারণ শিক্ষার্থীদের নামে চাঁদাবাজি, হোটেল থেকে অর্থ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ জনগণ ৬ অক্টোবর যাত্রাবাড়ী থানার কমিউনিটি পুলিশিং এবং নাগরিক সভায় তপনের গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এরপর ৭ অক্টোবর মহাসড়কে তপনের দল সড়ক অবরোধ করার চেষ্টা করলে প্রশাসন সহ আশিকুজ্জামান এবং অন্যান্য আন্দোলনকারীরা তাদের প্রতিহত করে। এর পরপরই সমন্বয়ক আশিকুজ্জামান হৃদয়ের উপর এই সন্ত্রাসী হামলা হয়। তপনসহ কয়েক জনের নামে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে যাত্রাবাড়ী থানায়।পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত তপনসহ অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *