সংবাদ শিরোনাম:

বাউফলে গণসংযোগে সাবেক ছাএ নেতা ” আনিস “

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

ফিরোজ আলম:

পটুয়াখালীর বাউফলে বি এন পির রাজনীতির নুতন কৌশল নিয়ে মাঠে আছেন সাবেক ছাত্র নেতা, জিয়া গবেষণা পরিষদের সভাপতি, বাউফল উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান আনিস। বাউফল উপজেলা বি এন পি সহ অংগ সংগঠনের সকল নেতা কর্মীদের নিয়ে, সভাসমাবেশ পথ সভার মাধ্যমে শহিদ জিয়ার আদর্শ নিয়ে, তারেক জিয়ার নেতৃত্বে, বাউফল বিএনপি কে শক্তিশালী করার লক্ষ্যে বাউফলে সাধারন জনগনের কাছে গণসংযোগে সাবেক এই ছাএনেতা ।
দেশে এবং দলের সার্থে রাজনৈতিক আন্দোলনে সকল কর্মসূচি নিয়ে রাজপথে ছিলেন এই ছাএনেতা। বিভিন্ন সময় হামলা মামলার স্বীকার হয়ে ঠিকানা ছিল জেলখানায়। ছাএ জনতার আন্দোলনের মাধ্যমে ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে, নতুন দেশ গড়ার লক্ষ্যে, ঢাকায় বসবাসরত বাউফলের সকল শ্রেণী পেষার জনতার সাথে বিভিন্ন স্হানে আলোচনা ও পরিচিতী সভায় উপস্থিত হয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করিতেছেন সাবেক এই ছাএ নেতা । ইতিমধ্যে বাউফলের বিভিন্ন স্হানে দলের নেতা কর্মীদের নিয়ে সভা সমাবেশ করে দলকে সুসংগঠিত করে সাধারণ জনগনের দারপ্রান্তে সাবেক এই ছাএনেতা।
বাউফলের সকল স্হানে হাটে বাজারে, শিক্ষা প্রতিস্ঠানে অফিস পাড়ায় চায়ের টেবিলে, নুতন বাউফল গড়ার কর্নধার হিসেবে আলোচনায় সাবেক এই ছাএ নেতা । তার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সৎ সাহসী জনদরদী নেতা হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে সাধারণ জনতার কাছে ।
এবিষয়ে সাবেক এই ছাএ নেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, শহিদ জিয়ার আদর্শ নিয়ে তারেক জিয়ার নেতৃত্বে দেশ এবং দলের সার্থে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম – আছি – থাকব । উপজেলা বি এন পি সহ অংগ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে, নুতন বাউফল গড়ার লক্ষ্যে জনগণের সেবক হতে চাই ।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *