আইনুল নাঈম, নকলা
শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিশিষ্ট শিল্পপতি উমর ফারুক ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
গত শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮.৩০ মিনিট থেকে শুরু করে রাত্রি ১.৩০ মিনিট পর্যন্ত প্রথমে তিনি নকলা উপজেলার ৭নং টালকি ইউনিয়নের টালকি রবিদাসের বাড়ি পূজামণ্ডপ থেকে শুরু করে নকলা পৌরসভার পূজামণ্ডপ সহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে তিনি বলেন, দুর্গাপুরের ১৭টি পূজামণ্ডপে আনন্দমুখর পরিবেশেই দুর্গাপূজার মহাষষ্ঠী উদযাপিত হচ্ছে।
পরিদর্শনকালে উমর ফারুক বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে।আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রতিনিধি হয়ে আপনাদের পাশে থাকতে চাই।
তিনি আরো বলেন,শাসক নই জনগণের সেবক হতে চাই।ব্যবসায়ী থেকে রাজনীতিতে আশায় আমি শাসক হতে চাই না, জনগণের সেবক হয়ে রাজনীতি করতে চাই।সব ধরনের চ্যালেঞ্জকে মোকাবিলা করে এসেছি আপনাদের সহযোগিতা পেলে রাজনৈতিক ভাবেও সফল হবো ইনশাআল্লাহ।
দৈনিক দেশবার্তার এক সাক্ষাতকারে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে খোলামেলা কথা বলেন ব্যবসায়ী হিসেবে সফল এই নবীন রাজনীতিবিদ। ভবিষ্যৎ জীবনের নতুন স্বপ্ন বাস্তবায়নের কর্ম-পরিকল্পনা এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে ও ভিশনারি কারণ বড় পরিসরে জনগণের সেবা করার সুযোগ চান এর জন্য শেরপুর (২) আসনে নকলা, নালিতাবাড়ি জনগণের সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিকদলের সদস্য সচিব মফিদুল ইসলাম পলাশ, পৌর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক করিম মিয়া,পৌর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক সবুজ মিয়া, পৌর ছাত্রদলের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফয়েজী রাব্বী সহ প্রমুখ।
এছাড়াও শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মনিটরিং টিম ও পূজামণ্ডপ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।