শাহজাদী সুলতানা:
আজ ৯ ডিসেম্বর, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। জাতিসংঘ ২০০৩ সালে এই দিনকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। ২০২৪আন্তর্জাতিক দুর্নতি বিরোধী দিবস। এবারের প্রতিপাদ্য বিষয়- উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।
এইদিকে দিবস টি উপলক্ষে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় ধরনের বার্তা দিয়ে যায় দুর্নীতি দমন কমিশন ( দুদক)
আজ ৯ ডিসেম্বর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় প্রশাসাকতৃক আয়োজিত দুর্নীতি বিরোধী দিবসটি সকাল ৯ঘটিকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়াম দুর্নীতি দমন প্রতিরোধে করণীয় শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলার নির্বাহী অফিসার ইউএনও জনাব,( কাবেরি রায়), এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, সাদিয়া বিনতে সুলাইমান সহকারী কমিশনার ভূমি, সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি মোহাম্মদ মতিউর রহমান, রিনা রানী দাস সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ)জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ। মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক, দুর্নীতি প্রতিরোধ কমিটি, জাজিরা উপজেলা, সজীব কর্মকার শিক্ষক সরকারি মোহরআলী মডেল উচ্চ বিদ্যালয়, নাসিমা খাতুন, নির্বাহী পরিচালক, নারী বিকাশ কেন্দ্র। আব্দুল আজিজ খান, শিক্ষক, সরকারি জাজিরা মুরালি মডেল উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক যুব কল্যাণ সংস্থা, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।