সংবাদ শিরোনাম:

তাহসানের সঞ্চালনায় বাংলাদেশে ‘ফ্যামিলি ফিউড’!

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

বিনোদন ডেস্ক:

তৈরি হচ্ছে জনপ্রিয় মার্কিন টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণ! আর সেটি সঞ্চালনার দায়িত্ব হাতে তুলে নিয়েছেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান।
বিশ্বের ৫০টিরও দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠানটি প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে বলে জানায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।
উত্তেজনাপূর্ণ এই অনুষ্ঠানটির কোনও সংস্করণ যারা দেখেননি তাদের অবগতির জন্য বলা দরকার, দু’টি পরিবারের সদস্যরা এই প্রতিযোগিতায় সরাসরি অংশ নেন। একশ’ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন তারা। প্রতিযোগীদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা এবং এর ভিত্তিতে তাদের পয়েন্ট বণ্টন করা হয়। প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, তার সদস্যরা বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান।
মোটামুটি এই হলো ‘ফ্যামিলি ফিউড’ এর আন্তর্জাতিক রীতি-নীতি। বাংলাদেশেও সেটি পরিচালিত হবে এই সূত্র ধরে।
বঙ্গ’র প্রযোজনায় বাংলাদেশে ‘ফ্যামিলি ফিউড’-এর মতো আন্তর্জাতিক অনুষ্ঠানের প্রথম সিজনে যুক্ত হতে পেরে আনন্দিত তাহসান। তার ভাষায়, ‘আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব, যেখানে সব দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।’
মূল আয়োজনের খ্যাতনামা সঞ্চালক স্টিভ হার্ভি’র হাস্যরসাত্মক পরিবেশনা ‘ফ্যামিলি ফিউড’কে বিশ্বের দর্শকদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিজয়ীর মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার পাশাপাশি অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা উদযাপনেরও উপলক্ষ তৈরি করে। বাংলাদেশেও অনুষ্ঠানটি একইরকম উত্তেজনা আর বিনোদন উপহার দিতে যাচ্ছে, সেই সাথে দেশি সংস্করণে আরও থাকছে আলাদা কিছু চমক। জানায় বঙ্গ কর্তৃপক্ষ।
আগ্রহীরা শিগগিরই বঙ্গ’র অফিসিয়াল ওয়েবসাইটের www.bongobd.com মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন জানাতে পারবেন।
বলা প্রয়োজন, একই ভাবে এর আগে আরও দুটি আন্তর্জাতিক টিভি শো এসেছিলো বাংলাদেশে। একটি ‘বাংলাদেশি আইডল’ অন্যটি ‘কে হবে কোটিপতি’। দুটি আয়োজনই প্রচারের পর মুখ থুবড়ে পড়েছিল।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *