পলাশ বর্মন :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি দুর্ঘটনায় হাবিবুর রহমান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে জয়দেবপুর চৌরাস্তাগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজন আহত হন, যাদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশার একটি লোহার পাইপ হাবিবুরের পেটের ভেতরে ঢুকে যায়, ফলে তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, যা পরে পুলিশের সহায়তায় স্বাভাবিক হয়। নিহত হাবিবুর রহমান রংপুর জেলার বাসিন্দা ছিলেন।