সংবাদ শিরোনাম:

কোনাবাড়ীতে ব্যবসায়ী দম্পত্তিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট মংবাদ সম্মেলন, থানায় অভিযোগ

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

মোঃ কবির হোসেন খান:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর এক ব্যবসাযী দম্পতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেইজে আপত্তিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন করা হয়েছে। কোনাবাড়ি এলাকার বাসিন্দা ব্যবসায়ী যুবরাজ সিকদার ও তার স্ত্রী তাহমিনা আক্তার শান্তা’কে নিয়ে এ আপত্তিকর পোস্ট দেওয়া হয়। ফেসবুক পেজটি এসো বিএনপি করি নামক পেইজ থেকে অশ্লীল ও মানহানিকর মিথ্যা তথ্য প্রচার করা হয়।
গত শুক্রবার ১ই নভেম্বর সকাল ১০ টায় কোনাবাড়ীর আভিকো টাওয়ারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী দম্পতি বলেন , আমরা দীর্ঘদিন যাবত কোনাবাড়ীতে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি , এটা অনেকের চোখে সহ্য হচ্ছেনা তাই আমাদেরকে সামাজিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেইজে আমাদের নামে মিথ্যা ,ভিত্তিহীন, অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট করে।
তারা আরো বলেন আমরা কখনো কারো কোন ক্ষতি করিনি কারো সাথে আমাদের শত্রুতাও নেই , আমরা ভালো থাকি এটা হয়তো কেউ চায় না, তাই আমাদেরকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এই ন্যাক্কারজনক কাজটি করেছেন।
যুবরাজ শিকদারের স্ত্রী তাহমিনা আক্তার শান্তা বলেন আমার সম্পর্কে ফেসবুক পোস্টে এত বাজে কমেন্ট করা হয়েছে যা আমি মুখে বলতেও পারি না, একজন মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের হলে একটা নারী সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য করতে পারে।
আমরা এ বিষয়ে কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি, এবং আমরা আশা করি প্রশাসন এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আমাদেরকে ন্যায় বিচার পেতে সহযোগিতা করবেন।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *