সংবাদ শিরোনাম:

কালিয়াকৈরে ইকো গার্ডেইন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

রাফি, কালিয়াকোর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইকো গার্ডেইন ফাউন্ডেশন বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।

৭ সেপ্টেম্বর, শনিবার, উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পতিত জমিতে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউসার আহম্মেদ প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন আসাদ উল্লাহ বাবু, রাজু চৌধুরি ও মাওলানা নজরুল ইসলাম।

ইকো গার্ডেইন ফাউন্ডেশনের উদ্যোক্তা সাআদ উল্লাহ রাফি বলেন, “আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হল মহাসড়ক ও পতিত জমিতে গাছ লাগিয়ে পরিবেশকে আরও সবুজ ও মনোরম করা। পাশাপাশি যুব সমাজকে নেশা ও মাদকমুক্ত জীবনযাপনে উদ্বুদ্ধ করা।”এই কর্মসূচির মাধ্যমে পরিবেশের প্রতি দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি সবুজায়নের মাধ্যমে একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *