কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকে তীব্র গরম উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে আসছেন।
কক্সবাজার জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, নবগঠিত ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্যসহ ৩৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নগুলো হচ্ছে ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও এবং পোকখালী ইউনিয়ন। এই পাঁচ ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৭টি।
মোট ভোটার সংখ্যা ৮৮ হাজার ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার, নারী ভোটার ৪০ হাজার ৫১২ জন। এই পাঁচ ইউনিয়ন থেকে লড়ছেন ৪৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ৭১ জন নারী সদস্য ও ২৫৮ জন সাধারণ সদস্য। নির্বাচনে ভোট গ্রহণকে ঘিরে পুরো উপজেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন অফিসার মো নাজিম উদ্দীন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে টহলে রয়েছে বিজিবি ও র্যাব। প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। প্রতি ৩ কেন্দ্র মিলে একটি করে মোবাইল টিম, ৪ কেন্দ্র মিলে একটি করে স্ট্রাইকিং ফোর্স, ৫ ইউনিয়নে ১৫টি মোবাইল টিম কাজ করছে। এ ছাড়া প্রতি ইউনিয়নে ২ জন করে ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রে কোনও ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। প্রভাব বিস্তার করতে চাইলে সঙ্গে সঙ্গে আটক করা হবে।