সংবাদ শিরোনাম:

কক্সবাজার সার্চ মানবাধিকার সোসাইটির পক্ষে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print
image_pdfMake PDFimage_printPrint It

আনোয়ার সিকদার, কক্সবাজার:

বিশ্ব মানবাধিকার দিবস আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর)। ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালন করা হয়েছে।
বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। প্রত্যেক ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সার্চ মানবাধিকার সোসাইটি কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় এর সামনে থেকে র‍্যালি শুরু করা হয়েছে।
র‍্যালি শেষে বক্তব্য রাখেন, জেলা সভাপতি ( ভারপ্রাপ্ত) ইমাম হোসাইন, সাধারণ সম্পাদক আনোয়ার সিকদার, সিনিয়র সহজ সভাপতি আকতার ফারুকী।
এসময় উপস্থিত ছিলেন, সালাউদ্দিন কাদের, জিয়াউল হক জিয়া, মো: শাহেদ, আবছার কামাল ট্রাস্ট, যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম ভান্ডারী, গিয়াস উদ্দিন, মো: আয়ুব, অর্থ সম্পাদক ও সদর উপজেলার সভাপতি জামাল হোসাইন, সহ অর্থ সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক নুরুল হাকিম, সহ আইন বিষয়ক সম্পাদক শওকত আলম।
ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল হামিদ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আজিজ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, জালিয়া পালং ইউনিয়ন শাখার সভাপতি জসিম উদ্দিন, পিএমখালি ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল হক টিপু, মহিলা বিষয়ক সম্পাদক মুর্শিদা বেগম নুরী, মাইমুনা আক্তার, শাহিনা নাসরিন শীলা সহ উপজেলা ও ইউনিয়নে অনেক নেতৃবৃন্দ।

image_pdfMake PDFimage_printPrint It
Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *