আবুল হায়াত বাচ্চু:
ঢাকার আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলায় আশুলিয়া থানা পুলিশের এক উপ-পরিদর্শকসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলামকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে আহত অন্যান্য পুলিশ সদস্যের নাম-পদবি জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযানে যায় পুলিশের একটি টিম। এ সময় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি রাজন ভূঁইয়ার ভাই রাকিব ভূঁইয়াকে ব্যাডমিন্টন খেলার মাঠ থেকে আটক করে পুলিশ। আটকের খবর পেয়ে রাজন ও তার ভগ্নীপতি কালাম মাদবরের লোকজন এসে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় রবিউল ইসলাম নামের এক পুলিশের এসআই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আব্দুল বারিক পিপিএম জানান, আসামির স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে আহত এসআই রবিউলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করে থানায় নিয়ে আসি। পরে যাচাই-বাছাই শেষে ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের হয়েছে।