সংবাদ শিরোনাম:

অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন অনুষ্ঠিত

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

আবুল হায়াত বাচ্চু, আশুলিয়া প্রতিনিধি:

আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন – ২০২৫ “তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ,গড়ব সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ” এই প্রত্যয়কে সামনে রেখে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যেগে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন ২০২৫।
২৫ জানুয়ারী (শনিবার) সকালে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার,দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন তরুণরা এ দেশটাকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং তরুণদের সঠিক ভাবে গাইডলাইন দেয়া রাষ্ট্রের দায়িত্ব। তরুণদের সৃজনশীলতা, উদ্দীপনা ও পরিবর্তনের ইচ্ছাশক্তিই বাংলাদেশকে আরো উন্নত করে তুলতে পারে। দীর্ঘদিন ধরে পরিবর্তনের রূপকার হয়ে দীপ্ত সৈনিকেরা সম্প্রীতি ও সুশাসন নিশ্চিত করে স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, বিগত বছরগুলোতে কথা বলার অধিকার আমরা হারাতে শুরু করলাম। নির্বাচন আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করলো। এখানে গণতন্ত্র বলে কিছু ছিলোনা। বিগত সরকারের আমলে কঠিনতম অবস্থায় ছিলো বাংলাদেশ।
সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৮ শতাধিক স্বেচ্ছাব্রতী তরুণ অংশগ্রহণ করেন।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *