রাফি কালিয়াকৈর:
সাইজুদ্দিন আহম্মেদের নির্দেশনায় মৌচাক ইউনিয়ন মৎস্যজিবীদলের সভাপতি এবং গাজীপুর জেলা মৎস্যজিবীদলের সভাপতি পদপ্রার্থী জনাব মোঃ সোহেল রানা । তার ডাকে আজকে ১৬ ডিসেম্বর উপলক্ষে হাজার হাজার লোকজন নিয়ে রাজ পথ কাপিয়ে বুঝিয়ে দিলো জনসাধারণের ভালবাসা থাকলে রাজপথে নেতা কর্মীর অভাব হয়না । উপস্থিত ছিলেন সম্মালিত নাগরিক দলের গাজীপুর জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ আইয়ুব আলী। উপস্থিত ছিলেন সম্মালিত নাগরিক দলের গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন সম্মালিত নাগরিক দলের সদস্য করিম হোসেন। সদস্য রাজু আহমেদ , সদস্য শাহীন হোসেন, সদস্য আলামিন হোসেন , সদস্য শিপন দেওয়ান, সদস্য ইয়াদ আলী । আজকের প্রোগ্রামে সোহেল রানা সর্বোচ্চ ইতিহাস করলো রাজ পথে অনেক সুন্দর মনোরম পরিবেশে এক বিশাল মিছিল করে। উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইজুদ্দিন আহম্মেদ, প্রতিটি নেতা কর্মীকে নিয়ে প্রতিটি মুহূর্ত পর্যন্ত ভালভাবে রাজ পথে কাজ করতে পারে বলে করেন। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করতে পারি যেনো বলে বক্তব্য রাখেন । মৌচাক ইউনিয়ন মৎস্যজিবীদলের সভাপতি জনাব মোঃ সোহেল রানা বলেন আমি সাইজুদ্দিন আহম্মেদের রাজনীতি করি আমার নেতার জন্য আমার জীবন দিয়ে হলেও আমি তার আদেশ মেনে চলবো এবং তার নির্দেশনায় প্রতিটি মুহূর্তে রাজপথে হাজার হাজার লোকজন নিয়ে রাজ পথে চলে আসবো ।