শাহজাদি সুলতানা:
”নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি ”এই প্রতিপাদ্যে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
গত ৯ই ডিসেম্বর( সোমবার)বেলা ১১:৩০ টায় জাজিরা উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব,(কাবে
রি রায়)এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবার শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তি রানী রায়, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাদিয়া বিনতে সুলাইমান সহকারী কমিশনার (ভূমি), রিনা রানী দাস, সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ, মোঃ রুহুল আমিন সহকারী যুব উন্নয়ন অফিসার, জাজিরা, (শরীয়তপুর),নাসিমা খাতুন নির্বাহী পরিচালক নারী বিকাশ কেন্দ্র, মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিক, নারী উদ্যোক্তা রুমি আক্তার ঊর্মি, হানিফ, জাহিদ, মো: রফিকুল ইসলাম সাধারন সম্পাদক যুব কল্যাণ সংস্থা প্রমূখ।
তিনটি ক্যাটাগরীতে জয়িতা,বিভীষিকাময় জীবনে সাফল্য অর্জনকারী নারী ডলিন আক্তার, তিনটি ক্যাটাগরিতে জীবনে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সুমি আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সুরভী শ্রেষ্ঠ জয়ীতা পুরস্কার অর্জন করেন।