সংবাদ শিরোনাম:

কোনাবাড়ী থানা আওয়ামী লীগের দুই হেভিওয়েট নেতা আটক

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

মোঃ কবির হোসেন:

গাজীপুর মহানগর কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান মাস্টার (৪৯) ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান মাস্টার (৪৫)কে আটক করেছে র‍্যাব- ০১,তাদেরকে উত্তরা থেকে আটক করা হয়েছে।

গত ৫ই অক্টোবর গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী মো. হৃদয় কে হত্যা করে পুলিশ এই মামলায় আসাামী করা হয়েছিল তাদেরকে।
গত সোমবার (১৪ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৪নং সেক্টরের সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে ও আনিছুর রহমান মাস্টার কে গতকাল সন্ধ্যায় উত্তরা থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম। গ্রেফতারকৃত আব্দুর রহমান মাস্টার কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার মৃত আজম আলীর ছেলে।

নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন। লেখাপড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে অটোরিকসা চালাতেন। ওই ঘটনায় নিহতের ফুফাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জিএমপির কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে আ. রহমান মাস্টারকে আদালতে পাঠানো হয়েছে। ওই ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।এ ঘটনায় এক পুলিশ সদস্য জেল হাজতে আটক আছে বলে জানা যায়।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *