রাফি কালিয়াকৈর :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নূরবাগ আমবাগান এলাকায় সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ির প্রায় ৫০টি টিনশেড কক্ষ পুড়ে গেছে। সন্ধ্যা ৭টার দিকে সুলতানের বাড়ির একটি খালি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পাশের ইকবাল হোসেন ও মুখলেছুর রহমানের বাড়িতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।