আইনুল নাঈম, নকলা, শেরপুর:
৪/৮/২০২৪ কোটা সংস্কার আন্দোলনে ঢাকা সিলেট মহাসড়ক কাঁচপুর সেনপাড়া নামক স্থানে পাকা রাস্তার উপরে প্রতিপক্ষের গুলিতে মারা যান সিনা গার্মেন্টসের কর্মী শফিক মিয়া(২৮)।
এই ঘটনায় নারায়ণগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয় দায়ের করা হয়,মামলা নং ১৫ । ২৩/০৮/২৪ তারিখ শফিকের চাচাতো ভাই আবু হানিফ(৩৫) , পিতা ইলিয়াস মিয়া বাদী হয়ে এই মামলা করেন।
গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কোটা আন্দোলনে নিহত শফিকের মরদেহ ৬০ দিন পর কবর থেকে উত্তোলন করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।
জানা যায়, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল, তদন্তের প্রয়োজনে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করা হয়েছিল। পরবর্তীতে মামলার সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে আদালতের নির্দেশে নকলা উপজেলা ১ নং গনপদ্দি ইউনিয়নের চিতলিয়া গ্রামের নিজ পারিবারিক কবরস্থান থেকে নিহত শফিকের মরদেহ উত্তোলন করা হয়।
এসময় সেখানে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আঃ হাকিম।