সংবাদ শিরোনাম:

১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

নিজস্ব প্রতিনিধি:

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে এখন বেকারের সংখ্যা ১ কোটি ৮ লাখ। তাদের মধ্যে ২৬ লাখ হলো গ্রাজুয়েট বেকার। অন্তর্বর্তী সরকার ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১০০ দিনের কাজের অগ্রগতি নিয়ে রবিবার (১৭ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে সাত সদস্যের কমিটি গঠন, বিকেএসপি আইন, ৪৫টি ক্রীড়া ফেডারেশনের সভাপতিদের অব্যাহতি দিয়ে ফেডারেশনের সংস্কারে সার্চ কমিটি গঠনসহ দেশে বেকারের হার কমাতে আগামী দুই বছরে পাঁচ লাখ বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা করার তথ্য সংবাদ সম্মেলনে উঠে আসে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আগামী দুই বছরে ৫ লাখ বেকারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে যুব ক্রীড়া মন্ত্রণালয়।’
তিনি বলেন, ‘কর্মসংস্থানের অংশ হিসেবে ট্রাফিক পুলিশের সহকারী হিসেবে কাজ করবে শিক্ষাথীরা। যেখানে ছেলে-মেয়ে উভয়েই কাজ পাবে। ২ হাজার ১০০ জনের চাকরি হবে। তাদের মধ্যে ২৩১ জন কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশের সহকারী হিসেবে। বাকিদের নিয়োগ শিগগিরই দেওয়া হবে।’

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *