সংবাদ শিরোনাম:

হোমনাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

 

আশিকুর রহমান, ষ্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার হোমনা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ । আজ শনিবার ১১ টা সময়ে হোমনা উপজেলা সদরের পৌর সুপার মার্কেটের সামনে এ সভা করা হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন হেমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক মো. কামাল হোসেন। বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি চন্দন লাল রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ইউনুছ আহাম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামির সেক্রটারী জেনারেল মাওলানা কাজী ইব্রাহিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সদস্য সাংবাদিক কবি দেলোয়ার, মো.আসাদুল ইসলাম রফিক ও মো.সাইদুল ইসলাম, হোমনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো. নাইম হাসান প্রমুখ। বক্তারা হোমনার চারপাশের উপজেলা পশ্চিমে মেঘনা, দক্ষিণে তিতাস পূর্বে মুরাদনগর, এবং উত্তরে বি- বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলাকে নিয়ে হোমনাকে জেলা ঘোষণার দাবি জানান। এ সময়ে একাধিক ব্যাক্তি বলেন আমরা যে কোন কাজে জেলায় কোন অফিসে গেলে কাজ শেষ করে আসতে পারি না যদিও বাড়িতে আসি অতিরিক্ত ভাড়াসহ অনেক কষ্ট হয় তাই আামাদের হোমনা কে জেলায় রুপান্তরিত করার দাবি জানাচ্ছি।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *