মোঃ হাবিবুর রহমান , কালিয়াকৈর গাজীপুর:
বিএনপির নেতা ও কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহম্মেদ এর বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তার সমর্থকরা সোমবার কালিয়াকৈরের সফিপুর বাজারে এক সংবাদ সম্মেলন করেন। এসময় বিপুলসংখ্যক মানুষ মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে সাইজুদ্দিন আহম্মেদের পক্ষে শ্লোগান দেন।
বক্তারা বলেন, “এটি উদ্দেশ্যপ্রণোদিত একটি ষড়যন্ত্র। সংবাদের ৩২ শতাংশ জমি ও দোকান সংক্রান্ত অভিযোগ ভিত্তিহীন। এটি সাইজুদ্দিন আহম্মেদের বৈধ সম্পত্তি, যা মিথ্যা মামলার মাধ্যমে দখল করা হয়েছে।”
বক্তারা আরও অভিযোগ করেন, সংবাদ প্রচারে যারা প্ররোচনা দিয়েছে, তারা স্বৈরাচারী সরকারের দোসর। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও সত্য প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।