মোঃ কবির হোসেন:
গাজীপুর মহানগর কোনাবাড়ী, জয়েরটেক,খাজা মার্কেটে সমাজ সেবা সামাজিক সংঘের উদ্যোগে গণ কবরস্থান প্রতিষ্ঠার লক্ষে ২য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বি এন পির সভাপতি মো. ইদ্রিস আলী সরকার, সভাপতিত্ব করেন কোনাবাড়ী থানা বি এন পির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাদিকুর রহমান আল – আজহারী, প্রধান বক্তা ছিলেন মুফতি ইয়াসিন আল- আজাহারী (নড়াইল), বিশেষ বক্তা ছিলেন মুফতি আরিফ বিন মালেক, প্রধান পৃষ্ঠপোষক মো.মামুন হোসেন খান বিশিষ্ট ব্যবসায়ী ও আজীবন দাতা সদস্য সমাজ সেবা সামাজিক সংঘ, পৃষ্ঠপোষক মো. আবু সাঈদ মিয়া,আবদুল আলিম,দেলোয়ার হোসেন দেলু,সৈয়দ সাদেক আহমেদ, মো. আবুল হাসেম খান,এ্যাড. আলমগীর কবির আলম,মো. আকবর আলী, মো. আউয়াল সরকার মো. সুরুজ জামান। বিশেষ আলোচক মুফতি গিয়াস উদ্দিন সরকার, মুফতি খান মু. ইব্রাহিম খলিল,মুফতি খন্দকার মুজাম্মিল হক,মুফতি আব্দুল হান্নান মাদানি।
মাহফিল পরিচালনায় ছিলেন মো. মুফতি শামীম হোসাইন, আঃ আলম মাজাহারুল, মো. শহিদুল ইসলাম শহিদ, মো. নুরুল আমিন হক,সার্বিক তত্ত্বাবধানে মো. নুরুল ইসলাম মোল্লা, মো. রজব আলী মন্ডল, মো. আব্দুল মালেক,মো. রাকিব সরকার।
আরজগুজারে ছিলেন মো. জসিম উদ্দিন সভাপতি সমাজ সেবা সামাজিক সংঘ,মো. উজ্জ্বল হোসেন সাধারণ সম্পাদক সমাজ সেবা সামাজিক সংঘ। ইসলামি সংগীত পরিবেশন করেন গুঞ্জন শিল্প গোষ্ঠী।