মোঃ আমির হোসেন, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়ায় এক যুবলীগের নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রসহ শাহনাজ বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নড়িয়া থানায় নেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি এলাকার ও ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলী হোসেন মোল্লার বাড়িতে এ তল্লাশি চালায় নড়িয়া থানা ও ভোজেশ্বর ফাঁড়ি পুলিশ।
আলী হোসেন মোল্লা ভোজেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
ভোজেশ্বর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হারুন জানান, চান্দনী এলাকার আলী হোসেনের বাড়িতে বিজয় দিবসের অনুষ্ঠান হচ্ছে এমন সংবাদ পেয়ে দেখতে যায় পুলিশ। সেখানে দেখা যায় এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে পালাচ্ছেন। পরে আলী হোসেনের বাড়িতে তল্লাশি করে বিভিন্ন ধরনের রামদা, তরোয়াল, ছুড়িসহ ৭টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। বাড়ির মালিক আলী হোসেন মোল্লা পালিয়ে যাওয়ায় তাঁর স্ত্রী শাহনাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।