নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা জিরানী এলাকার ১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কাশিমপুর থানা আওয়ামী যুবলীগের।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী,জামান সরকার।পলমল রেডিয়্যাল, আইরিশ গার্মেন্টস শ্রমিকসহ এলাকার সাধারণ মানুষদের কাছে সুদে টাকা লেনদেন করেন দীর্ঘদিন যাবত। এলাকায় একক আধিপত্য বিস্তার করতে ঘরে তোলেন এক সন্ত্রাসী বাহিনী সুদের টাকা দিতে দেরি করলেই।
তাকে বাসা থেকে বাহিনী দিয়ে তুলে টর্চার সেলে চলে অমানবিক নির্যাতন।
নাম প্রকাশে অনিচ্ছুক রেডিয়্যাল গার্মেন্টস এর শ্রমিক বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকায় আমার সেকশনের এক ভাইকে টাকার বিষয় বলি, ওনি বলে যুবলীগনেতা জামান সরকার এর কাছে যান দিবে আমি ছুটির পর যাই।
জামান সরকার বলে তোর সেকশনের দুইজন জামিনদার লাগবে। তখন আমার সেকশনে আরো দুই ভাইকে বলি অনেক বলার পর রাজি হয়।
দুই জনের জামিনে আমার ও আমার স্ত্রীর ভোটার আইডি কার্ডের মূলকপি জমা দিয়ে আমাকে দশ হাজার টাকা।
দেয়, মাসে দুই হাজার টাকা লাভ দিতে হবে বেতন হলে। সুদারু জামান বাহিনীর অন্যতম সদস্য ১নং ওয়ার্ড যুবলীগের সদস্য, ১/ জাকির , ২/আমির সরকার ৩/ জহিরুল ৪/হাসিব ৫/ রেজোয়ান, সহ একাদিক সন্ত্রাসী বাহিনী বাহিনীর মাধ্যমে সুদের টাকা কালেকশন করেন।
গত ৫ ই আগষ্ট থেকে জামান সরকার উদাও আমি আনার ভোটার আইডির মূলকপি নিয়ে শংকায় আছি, অন্নদিকে আতংকে আছি কখন যেন জামান সরকার বাহিনীর ধারা হামলার আশংকায় প্রানভয়ে দিন পার করছি।
এ বিষয়ে জামান সরকারে কে ফোনে পাওয়া যায়নি।এলাকাবাসী বলেন, কাশিমপুর থানা আওয়ামী লীগের প্রভাবশালী নেতার ছত্রছায়ায় বিভিন্ন অন্যায় অপকর্ম কার্যকলাপ করে আসছে। এদের বিরুদ্ধে আশুলিয়া /কালিয়াকৈর/ কাশিমপুর থানা সহ গাজীপুর জজকোর্টে একাধিক মামলা আছে।
কিছুদিন আগে জামান বাহিনী ডিস ব্যাবসা দখল করতে ১ নং ওয়ার্ড মাধধপুর সাইদুরের দোকানের সামনে সোহাগ নামে এক ছেলেকে দেশীয় অস্ত্র লাঠিসোটা দিয়ে কুপিয়ে জখম করে।
ফেলে রেখে চলে যায় পরে এলাকাবাসী সোহাগকে শহীদ তাজ আহমেদ হাসপাতালে ভর্তি করেন, ওই ঘটনায় সোহাগ কোর্টে একটি মামলা করেন। অদৃশ্য কারনে এখন পর্যন্ত একজন আসামিকে গ্রেফতার করতে ব্যর্থ হন থানা পুলিশ।
সরেজমিনে গিয়ে জানাযায়, আগে জিরানী রেডিয়্যাল চিপায় দাড়িয়ে শ্রমিক পথচারীদের মোবাইল নগদ টাকা ছিনতাই ধর্ষন করতো। গত কিছুদিন আগে আমির সরকার
আইরিশ নিটিং এর এক শ্রমিকের মোবাইল চুরি করে টাকা দাবি করেন। ভোক্তভোগী কাশিমপুর থানায় অভিযোগ করেন পরে গোপনে মিমাংসা করেন। কনটাক্টে মাধ্যমে জমি দখল করে দেওয়া থেকে শুরু করে এমন কিছু নেই যা জামান বাহিনী করেননি।
আমরা কিছু বললেই আমাদের উপর জামান বাহিনীর অত্যাচার শুরু হবে তখন আপনার আসবেন না, আমরা প্রশাসনের মাধ্যমে সঠিক বিচার দাবি জানাই।