সংবাদ শিরোনাম:

মুরাদ হোসেন মুন্সি সভাপতি রফিক ওসমান সম্পাদক করে জাতীয় কবিতা মঞ্চ শরীয়তপুর জেলা কমিটি গঠিত হয়েছে

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

শাহাজাদী সুলতানা প্রতিনিধি জাজিরা (শরীয়তপুর)।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুরাদ হোসেন মুন্সীকে সভাপতি ও কবি রফিক ওসমানকে সাধারণ সম্পাদক করে স্বনামধন্য সাহিত্য সংগঠন জাতীয় কবিতা মঞ্চের নতুন কমিটি ২০২৪ গঠন করা হয়েছে।

৫১ সদস্য বিশিষ্ট কমিটি এবং ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে শরীয়তপুর জেলার নতুন কমিটি গঠিত হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় শরীয়তপুরের অন্য কবি ও লোকজ গবেষক শ্যামসুন্দর দেবনাথের সাহিত্য সদনে নতুন কমিটি গঠন সংক্রান্ত এক আলোচনা অনুষ্ঠিত হয় ।

এসময়ে জাতীয় কবিতা মঞ্চের শরীয়তপুর জেলা কমিটির সাবেক সভাপতি ও জাতীয় সাহিত্য ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সভাপতি , কবি ও গল্পকার মির্জা হজরত সাইজির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি ও লোকজ গবেষক শ্যামসুন্দর দেবনাথ , জাতীয় সাহিত্য ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি আমিনুল হক শাহ ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুরাদ হোসেন মুন্সী, সাজ্জাত , কবি ফকির শাহিন শাহ প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি রফিক ওসমান। অনুষ্ঠানে জাতীয় কবিতা মঞ্চ শরীয়তপুর জেলা কমিটি গঠন সংক্রান্ত আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়। ব্যাপক আলাপ আলোচনার পর উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মুরাদ হোসেন মুন্সীকে সভাপতি ও রফিক ওসমানকে সাধারণ সম্পাদক করের জাতীয় কবিতা মঞ্চ শরীয়তপুর জেলা কমিটি গঠিত হয় ।

গত ৫ অক্টোবরে কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী এ কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি গণেন কর্মকার,সহ-সভাপতি মানিক লাল সাধু,সহ-সভাপতি সোহাগ সরকার, সহ-সভাপতি রুদ্র রহমান, সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী মোক্তার হোসেন বিপুল, সহ-সম্পাদক সুলতান মাহমুদ সজিব,সহ-সম্পাদক এস আই জানশরীফ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আযীয, সহ-সাংগঠনিক সম্পাদক জিহান রব্বানী জাকির, দপ্তর সম্পাদক মারিউচ সাজ্জাদ, অর্থ সম্পাদক আবু তালেব ঢালী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফকির শাহিন শাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃইউসুফ শাহিন, মহিলা বিষয়ক সম্পাদক-সৈয়দা নাসরিন সুলতানা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া আফরোজ শিউলি, সঙ্গীত বিষয়ক সম্পাদক তারকনাথ কংসবনিক, চিত্রাংকন ও প্রচ্ছদ সম্পাদক সুদর্শন বাছার, সহ-চিত্রাংকন ও প্রচ্ছদ সম্পাদক ইয়াউর রহমান, আবৃত্তি সম্পাদক হাসান মাসুদ, সহ-আবৃত্তি সম্পাদক ওবায়দুর রহমান বাদল, নৃত্য সম্পাদক সোহেল মালত, নাট্য সম্পাদক রকি আহমেদ এবং সদস্য হয়েছেন বিএম আবুল কালাম, দীপক কুমার চক্রবর্ত্তী, আবুল বাশার হাওলাদার, বাবুল আকতার, দেব প্রসাদ সাহা, ডাঃহেমন্ত দাস, মুন্সী আবু বকর সিদ্দিক মিলন, দেওয়ান মুজিবুর রহমান, এ এইচ নান্নু, কেএম ওসমান গনি, এম সি মিজান, লিখন মাহমুদ, ইনযিহান উদয় নীরব, হেমায়েত হোসেন, ব্রহ্মবাদী জিউস(জয়ন্ত মন্ডল), রামচন্দ্র সাহা, এসএম এমদাদ, মোঃকুদ্দুছ মাদবর, মার্জিয়া রফিক, আফিফা জাহান তানহা কমুজি, বি এম দবির, শাহজাদী সুলতানা, সাব্বির আলম, হাফিজুর রহমান রবিন, জাহিদ হাসান রনি, ফাহরিন সুলতানা তুবা।

 

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *