সংবাদ শিরোনাম:

ভাঙ্গা-কুয়াকাটা সড়ক উন্নয়ন প্রকল্প বাতিলের প্রতিবাদে বরিশালে মানববন্ধন 

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print
image_pdfMake PDFimage_printPrint It

ফিরোজ আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়ক প্রকল্পসহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেয় বিগত আওয়ামী লীগ সরকার । গত ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে দেশের দ্বায়িত্ব নেয় ডক্টর ইউনুস সরকার। ডক্টর ইউনুস সরকার দ্বায়িত্ব নেয়ার পরে দেশে ট্যাক্স বৃদ্ধি সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাতিল করেন। বর্তমান সরকারের এধরণের কার্যক্রম নিয়ে কথা বলতে শুরু করেছেন বিভিন্ন মহল। বৃহত্তর দক্ষিণ অঞ্চেলের সড়ক উন্নয়ন প্রকল্প বাতিলের প্রতিবাদ জানিয়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। রোববার দুপুরে কর্মসূচি থেকে প্রকল্প বাতিলের আদেশ প্রত্যাহার করে তা বাস্তবায়নের দাবি জানান দলটি। অন্যথায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
দুপুরে নগরের সদর রোডে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধনের আয়োজন করে মহানগর গণ অধিকার পরিষদ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে গণ অধিকার পরিষদের নেতারা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ যুগ যুগ ধরে উন্নয়নবঞ্চনার শিকার। নদীমাতৃক হওয়ায় এই অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় শিল্পায়নসহ অর্থনৈতিক বিকাশ হয়নি। পদ্মা সেতু চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ ঘুচে যায় এবং সড়ক যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠে এবং যানবাহনের সংখ্যা বেড়ে যায়। কিন্তু মহাসড়ক প্রশস্ত না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সরু মহাসড়কের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন ত্বরান্বিত হয়নি। এ অবস্থায় ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প নেওয়া হয়েছিল। সম্প্রতি ওই প্রকল্প বাতিল করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। এধরণের উন্নয়ন প্রকল্প বাতিল করা হলে দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা বেড়ে যাবে।
গণ অধিকার পরিষদের বরিশাল মহানগরের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুস্ঠিত হয় । বিক্ষোভ সমাবেশে দলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার সহ বিভিন্ন নেএীবৃন্দ মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ।
বক্তারা বর্তমান সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্ন নিয়ে খেলা করেন, তাহলে ফ্যাসিস্টদের মতো আপনাদের বিরুদ্ধেও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।’ তাঁরা অবিলম্বে এ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাসহ বর্তমান সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।

image_pdfMake PDFimage_printPrint It
Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *