আশিকুর রহমান:
জন-সচেতনতা বৃদ্ধিতে বিলবোর্ড স্থাপনের উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সামাজিক সংগঠন একটি গ্রাম একটি পরিবার।
মঙ্গলবার সারাদিনব্যাপী ভুরভুরিয়া, গঙ্গানগর, একরামপুর সড়কের বিভিন্ন মোড়ে ইতিমধ্যেই স্থাপিত হয়েছে এই বিলবোর্ড । এ সব বিলবোর্ডে লেখা স্লোগানগুলো এ রকম- আসুন আমরা এখন থেকে আমাদের গ্রামে বিভিন্ন পণ্যের বেচা-কেনায় ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার-প্রচারনায় মাইকিং বন্ধে জন-সচেতনতা তৈরি করে, শব্দ দূষন রোধ করি। শব্দ দূষন শারিরীক, মানসিক ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
আমরা সবাই একই গ্রামের বাসিন্দা। পাড়া-মহল্লায় একে-অন্যের প্রতিবেশি। সুখে-দুখে, বিপদ-আপদে, মিলে-মিশে বাস করতে একে অন্যের প্রয়োজন। প্রতিবেশিদের সাথে সম্পর্ক নষ্ট হয় এমন আচরন থেকে বিরত থাকি। ছোট খাটো সামাজিক সমস্যায়, ঝগড়া-বিবাদে সামাজিক সমাধানের উপর গুরত্ব দেই। হিংসা-নিন্দা, অহংকার ভুলে শান্তিপূর্ন সমাজ গড়ি।
পরিচ্ছান্ন পরিবেশ, পরিচ্ছন্ন মন। পরিবেশ আপনার রুচির পরিচয় বহন করে। তাই আসুন আমরা আমাদের নিজ নিজ বাড়ির সামনের রাস্তা-ঘাট নিজ উদ্যেগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। গ্রামের প্রতিটি দোকান- পাটে ময়লা, আবর্জনা, প্যাকেট, বোতল ইত্যাদি নির্দিষ্ট স্থানে রাখি। সময়-মত পুড়িয়ে ফেলি। আমাদের সন্তানের জন্য আগামীর বাসযোগ্য পরিবেশ তৈরির দায়িত্ব আমাদেরই। সুন এই বিষয়ে দুলালপুর চন্দ্র মনি বহুমুখী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আমির হোসেন বলেন সড়কের দুই পাশে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপনের ফলে এলাকাবাসী উপকৃত হবে।বিলবোর্ড চোখে পড়ার পর নিজেদের মধ্যে সচেতনতা তৈরি হবে।
একটি গ্রাম একটি পরিবার সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম মাসুম বলেন এসব বিল বোর্ড স্থাপন করায় এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পর্যাক্রমে আমরা পুরো বাঞ্ছারামপুরকে এই ভাবে সাঁজাবো।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর বলেন,এই সব বিষয়ে জন সাধারণকে সচেতন করা অনেক ভালো কাজ, জন-সচেতন সম্বলিত বিল বোর্ড রাস্তার মোড়ে স্হাপিত করার ফলে এলাকাবাসী অনেক কিছু জানতে ও শিখতে পারবে, এতে কিছুটা হলে এলাকাবাসী সচেতন হবে।
এমন উদ্যোগ নেওয়ায় সংগঠনের সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই।