নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা ভবন ঘিরে রেখেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে ভবনটি ঘিরে রাখে এটিইউ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে রূপগঞ্জের বরপা এলাকায় একটি চারতলা ভবন ঘিরে রেখেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট। আমি সেখানে উপস্থিত আছি। এখনও অভিযান পরিচালনা করা হয়নি। অভিযান শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গি সন্দেহে ঘিরে রাখা ওই ভবনের মালিক জাকির সৌদিপ্রবাসী।