সংবাদ শিরোনাম:

চমেকে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন, গবেষণাগারের ৩৫০ সাপ ঝুঁকিতে

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

চট্টগ্রাম প্রতিনিধি:

বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিতরণ বিভাগ (পিডিবি)। এতে ক্লাস-পরীক্ষাসহ নানা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেখানকার ভেনম রিসার্চ সেন্টারে থাকা প্রায় ৩৫০টি সাপ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষিত সাপের বিষও নষ্ট হতে পারে।
আজ সোমবার সকাল নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে পিডিবি স্টেডিয়াম। পিডিবি স্টেডিয়ামের নির্বাহী প্রকৌশলী কেনোয়ার হোসেন বলেন, প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা বিল বকেয়া রয়েছে। বারবার নোটিশ দেওয়া হয়েছে। কাজ না হওয়ায় আজ সকালে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পিডিবি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির ছয় মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।
সরেজমিন দেখা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন, দুটি হোস্টেল, ভেনম রিসার্চ সেন্টার, ফরেনসিক ভবনে বিদ্যুৎবিহীন রয়েছে। এর ফলে ক্লাস, পরীক্ষা, গবেষণা—সব ব্যাহত হচ্ছে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে সেখানকার ভেনম রিসার্চ সেন্টার। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এখানে সাপে কাটার প্রতিষেধক তৈরির জন্য গবেষণা করা হয়। গবেষণার জন্য এখানে প্রায় ৩৫০টি জ্যান্ত সাপ আছে। এসব সাপকে নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। এ ছাড়া গবেষণাগারের ফ্রিজে রাখা আছে সাপের বিষ। এখন বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করায় গবেষণাগারের শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। শঙ্কা দেখা দিয়েছে সাপগুলো নিয়ে।
এ বিষয়ে ভেনম রিসার্চ সেন্টারের গবেষণা সহযোগী মিজানুর রহমান বলেন, ‘আমরা জেনারেটরের ব্যবস্থা করার চেষ্টা করছি। কারণ, তাপমাত্রার হেরফের হয়ে সাপ মারা যেতে পারে। ফ্রিজে থাকা সাপের বিষ নষ্ট হয়ে যেতে পারে।’
বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেন আক্তার বলেন, ‘বরাদ্দ না পেলে আমরা কীভাবে বিল পরিশোধ করব? বরাদ্দের জন্য বারবার মন্ত্রণালয় ও অধিদপ্তরে লিখেছি। টাকা পেলেই বকেয়া বিল পরিশোধ করা হবে।’
অধ্যক্ষ সাহেন আক্তার আরও বলেন, ‘বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করায় সবচেয়ে সমস্যা হচ্ছে ভেনম রিসার্চ সেন্টারের। ওখানকার সাপ ও সাপের বিষ নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। এ ছাড়া কলেজের অন্যান্য কার্যক্রমও বন্ধ রয়েছে।’

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *