মোঃ আমির হোসেন, শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের নড়িয়ায় এক অসহায় পরিবারের ঘর ভাংচুর ও গাছে কেটে নিয়ে জমি দখল করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার ঘড়িসার ইউনিয়নের
বাহির কুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগটি উঠে ওই এলাকার সুমন মাঝি ও
নয়ন মাঝির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে একটি মামলা করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার ৮৭ নং বাহির কুশিয়া মৌজার বিআরএস ৪৪৭ খতিয়ানের ৫৭৫ নং দাগের ৬ শতাংশ জমির বায়না সূত্রে মালিক ওই এলাকার নজরুল ইসলাম সিকদার। নজরুল ইসলামের অভিযোগ, গত ১৮ বছর যাবত ওই জমিতে বসতঘর, রান্নাঘর ও বাথরুম করে বসবাস করছেন নজরুল ইসলাম। কিন্তু গত ৫ আগস্ট ছাত্রজনতার মাধ্যমে আওয়ামী লীগ পতনের পর সেই জমিতে চোখ পরে স্থানীয় সুমন মাঝি ও নয়ন মাঝির। পরে জোর করে
জমির বসতঘর, রান্নাঘর, বাথরুম ভেঙে ও গাছ কেটে নিয়ে যায় সুমন ও নয়ন মাঝি। এছাড়া নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র নিয়ে যায় তারা। এ ঘটনায় আদালতে একটি মামলা করেছেন ভুক্তভোগী নজরুল ইসলাম। তবে অভিযুক্ত সুমন মাঝির বলছেন এই জমি ক্রয় সূত্রে মালিক তারা তাই এসব করেছেন।