সংবাদ শিরোনাম:

ঘর থেকে রিপন মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

আইনুল নাঈম, নকলা:

২২ অক্টোবর মঙ্গলবার শেরপুর জেলার নকলা উপজেলা উরফা ইউনিয়নের বারমাইসা এলাকা থেকে সকাল ১১টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। রিপন মিয়া ঐ এলাকার তোতা মিয়ার ছেলে।
থাকার ঘরের বারান্দার রুম থেকে রিপন মিয়া (১৩) নামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ।
স্থানীয় ও সুত্র পুলিশ জানায়, রিপন মিয়া মাদ্রাসায় পড়ালেখা করত। সোমবার রাত ৮ টার দিকে পরিবারের সাথে খাওয়া দাওয়া শেষে ঘরের বারান্দার রুমে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের লোকজন ডাকাডাকি করে, কোন সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হয়। পরে দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখে রুমের ভিতর রিপনের মরদেহ রশি দ্বারা ঝুলে আছে। পরে নকলা থানার পুলিশকে সংবাদ দিলে সকাল ১১টার দিকে পুলিশ রিপনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে আত্মহত্যার কোন কারন জানা যায়নি।
নকলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দেশ বার্তাকে দেওয়া এক সাক্ষাৎ করে জানান, আমরা আজ সকালে বারমাইসা এলাকা থেকে রিপন মিয়া নামের একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। কি কারনে আত্মহত্যা করেছে তার কারন জানা যায়নি। ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট ও এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *