স্টাফ রিপোর্টার :
গাজীপুর কালিয়াকৈর উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ দুলাল আহম্মেদ একক আধিপত্য বিস্তার করতে ঘরে তোলেন এক সন্ত্রাসী বাহিনীর অন্যতম সদস্য ১/ হারিজ ২/ শাহাদাৎ ৩/ রুহুল আমীন ৪/ রাসেল জোয়ার্দার ৫/ আলামিন ৬/ নোবেল ৭/ আক্তার ৮/ নিলয় সহ একাদিক গার্মেন্টস ফ্যাক্টরীতে ঝুট ব্যাবসা দখল করেই ক্ষান্ত হননি। সরেজমিনে লিবাস গেট এলাকায় গিয়ে জানাযায়, কন্টাকে জমি দখল থেকে শুরু করে নাবালিকা মেয়েদের বিয়ে,বিভিন্ন ধ্যান দরবার সকল ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে দীর্ঘদিন যাবৎ করে আসছে বুক ফুলিয়ে গুরে বেড়াচ্ছে। তাতে লিবাস এলাকায় আতঙ্ক ছরাচ্ছে।
লিবাস গার্মেন্টসে চাকরি করেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা বলেন, দুলাল বাহিনীর অত্যাচারে অনেক সাধারণ মানুষ এলাকার অনেকে বাড়ি ছাড়া, আমরা ছুটির পরে রাস্তা দিয়ে রাতে বাসায় যাওয়ার সময় উত্ত্যক্ত সহ বিভিন্ন কু প্রস্তাব দেয়, এদের মধ্যে এনেকে খুন ধর্ষন সহ বিভিন্ন মামলার চিহ্নিত আসামি। এদের বিরুদ্ধে প্রতিবাদ করলে দুলালের অফিসে ডেকে এলাকা ছারতে বলে মামলা হামলার ভয়ভীতি প্রদর্শন করে।
এ বিষয়ে দুলাল কে ফোনে পাওয়া যায়নি। এলাকাবাসী বলেন, আমরা কিছু বললেই আমাদের উপর দুলাল বাহিনীর অত্যাচার শুরু হবে তখন আপনার আসবেন না, আমরা প্রশাসনের মাধ্যমে সঠিক বিচার দাবি জানাই।