ফিরোজ আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে অধিগ্রহনকৃত বসতঘরের মূল্য পরিশোধের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী চার শতাধিক পরিবার।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল দশটায় ধানখালী ইউনিয়নের প্রকল্প এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রকল্প পরিদর্শনে আসা প্রধান উপদেস্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না ও প্রকল্প পরিচালক কামরুজ্জামানের গাড়ী বহর আটকে দেয় ভুক্তভোগী পরিবারের সদ্যসরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য আল মামুন, সাবেক ইউপি সদস্য ফিরোজ তালুকদার, আনাসার উদ্দিন মোল্লা, আসাদুজ্জামান আলমগীর।
বক্তারা বলেন, প্রকল্পের ৮০ ভাগ কাজ সম্পন্ন হলেও চার শতাধিক পরিবারের বসতঘরের মুল্য পরিশোধ করেনি। নানা অযুহাতে সময়ক্ষেপণ সহ ভুক্তভোগী পরিবারের সদস্যদের অইনী হয়রানি করা হচ্ছে। দ্রুত ন্যায্য পাওনা পরিশোধের দাবী জানিয়ে বক্তারা বলেন, তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত প্রকল্প এলাকায় কোন কাজ চলমান থাকতে পারেনা।