শাহাজাদি সুলতানা প্রতিনিধি জাজিরা (শরীয়তপুর)।
অপ্রাতিষ্ঠানিক ৭দিন মেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে বসত বাড়িতে সবজি চাষে যুব নারী পুরুষদের আরো উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছেন “যুব কল্যাণ সংস্থা” সংগঠনটি।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১৫ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৪ঘটিকায় পূর্ব নাওডোবা ইউনিয়ন,সাকিমালি চৌকিদার কান্দি আজাহার চৌকিদারের বাড়িতে যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, প্রশিক্ষিত যুব উদ্যোক্তা মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায়,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ গোলাম ফারুক। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ রুহুল আমিন, যুব উদ্যোক্তা শাহিন মিয়া, মজিবুর খালাশী, ব্লক বাটিক প্রশিক্ষক মার্জিয়া রফিক, মোঃ নাসির উদ্দীন প্রমূখ।