সংবাদ শিরোনাম:

আশুলিয়ায় ইয়াবাসহ আটক ১

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

আবুল হায়াত বাচ্চু, আশুলিয়া প্রতিনিধি:

আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আলামিন (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান।
এর আগে বুধবার দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আলামিন (৩৬) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার সুরুদিয়া গ্রামের হাজী এমারত হোসেনের ছেলে। সে আশুলিয়ার চিত্রশাইল এলাকার শহীদুলের বাড়ীতে ভাড়া থেকে মাদক ব্যবসা করতো বলে জানা যায়।
পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার বাইপাইল বাসষ্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নিচে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *