সংবাদ শিরোনাম:

“আখাউড়া গলাকাটা আগুনে পোড়া লাশ উদ্ধার “ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় (দঃ)ইউনিয়নের যুবলীগ নেতার বাড়ির পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতনামা ১ নারীর আগুনে পুড়া মৃতদেহ উদ্ধার, আটক ১

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

মোঃশফিকুল ইসলাম(আখাউড়া প্রতিনিধি):

আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় সাবেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জনাব শাহনেওয়াজ ভূঁইয়া (শানু) মিয়ার বাড়ীতে একটি পরিত্যাক্ত ঘরে এক নারীর আগুনে পুড়ে যাওয়া অবস্থায় মাথা এবং পা কাটা দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানাই শানু মিয়ার ছেলে (ফারহান) ভুঞা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই চারদিকে খবর ছড়িয়ে পরলে স্থানীয় কয়েকজন বাসিন্দা মিলে (ফারহান ) ভুঞাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় । তবে মৃত ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি জানার চেষ্টা চলছে। খবর নিয়ে জানা যায় ফারহান ভুঞা মৃত্যু দেহটি কে মাটি খুরে আগুনে পুরে ঘুম করার চেষ্টা করেন। এমন সময় তার প্রতিবেশি লোকরে আগুনের ধুঁয়া দেখে সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসা করে এখানে আগুনে পুরে কি করছ,তাৎক্ষণিক ফারহান তাদের কে এখান থেকে চলে যাও, নইলে মার্ডারের আসামি হবে।এমন সময় এলাকার লোক ঝর হয়ে তাকে আটক করেন, আখাউড়া থানার তদন্ত কর্মকতৃা মোঃ সাহানোর ইসলাম বলেন,লাশটির পুড়ে ছাই হয়ে যাওয়াতে সনাক্ত করা যাচ্ছে না তবে তার হাতে চুড়ি থাকায় প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি নারী, সি,আই, ডি, কে খবর দেওয়া হয়েছে লাশটির সনাক্ত নিশ্চিত করার জন্য।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *