সংবাদ শিরোনাম:

অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচ বৃষ্টিতে ভাসলে কী হবে?

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

ক্রীড়া ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের গ্রুপ-১ এর খেলা শেষ বেলায় এসে ভীষণ জমে উঠেছে। এখন চার দলেরই নানা হিসেব-নিকেশে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সেই হিসেব নিকেশ আরও পরিষ্কার হয়ে যাবে আজ সোমবার রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে। তবে এই ম্যাচে আরেকটি বিষয়ও প্রভাব বিস্তার করতে পারে। সেটা হচ্ছে বৃষ্টি!
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামের ম্যাচটি রোহিত শর্মাদের কাছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নেওয়ার সুযোগ। স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে সকালে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিন যত গড়াবে সেটার উন্নতিও ঘটতে পারে। মোট কথা ক্যারিবিয়ানের চিরাচরিত আবহাওয়া আজকের ম্যাচে প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে দেখে নেওয়া যাক বৃষ্টিতে ম্যাচ ভাসলে অবস্থা কী দাঁড়াবে।
ম্যাচ বৃষ্টিতে ভাসলে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নেবে। সেক্ষেত্রে ঝামেলা ছাড়াই সেমিফাইনালে চলে যাবে ভারত। অস্ট্রেলিয়ার পয়েন্ট তিন হয়ে গেলে তখন তাদের আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আশায় থাকতে হবে এই ম্যাচটিও যেন বৃষ্টিতে ভেসে যায় কিংবা আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয়। দুটি ম্যাচই যদি বৃষ্টিতে ভাসে, তখন শ্রেয়তর নেটরানরেটে অস্ট্রেলিয়া আফগানদের টপকে সেমিফাইনালে চলে যাবে।
বাংলাদেশের কাছে হারলে ২ পয়েন্ট নিয়ে আফগানরা বিদায় নেবে সুপার এইট থেকে। অজিরা তখন ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে।
টুর্নামেন্টে এখনও অপরাজিত ভারত এই গ্রুপ থেকে শেষচারে যাওয়ার জন্য সবচেয়ে এগিয়ে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটির রানরেট এখন +২.৪২৫। অস্ট্রেলিয়া ২ পয়েন্ট আর +০.২২৩ নেট রানরেট নিয়ে দুইয়ে অবস্থান করছে। আজ হারলেই দলটি ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে যাবে। আফগানিস্তানও ২ পয়েন্ট আর -০.৬৫০ রান রেট নিয়ে আছে তিন নম্বরে। বাংলাদেশের অর্জন এখনও শূন্য। তলানিতে থাকা দলটির নেটরানরেট -০২.৪৮৯।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *