সংবাদ শিরোনাম:

সিলেটে অবৈধ চিনির সবচেয়ে বড় চালান জব্দ

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

সিলেট প্রতিনিধি:

সিলেটে ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৬টায় সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ-জালালাবাদ রোডের উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এসব চিনি জব্দ করা হয়।
অবৈধ এসব চিনি সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেছে। এটি অবৈধ চিনির সবচেয়ে বড় চালান বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
এ সময় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চিনিবোঝাই ট্রাকগুলো সিলেটের সীমান্ত এলাকা কোম্পানীগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল। এসময় পুলিশ ধাওয়া দিলে ১৪টি ট্রাক, প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনিবোঝাই ১৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই চোরাচালানে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *