সংবাদ শিরোনাম:

মাগুরায় কলেজ অধ্যক্ষ এবং সভাপতির পদত্যাদের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

লেনিন জাফর,মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন টিকাদার ও এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মাহাফুজুর রহমান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণ। গত ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর মণ্ডল, সাধারণ সম্পাদক মফিজুল হক বাবলা, সাংগঠনিক সম্পাদক শিহাবউদ্দিন লাইফ, কাদিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মিজানুর রহমান, বিএনপি নেতা তিতাস আহম্মেদ কেবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন সাদ্দামসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, এলাকাবাসীর সাথে আলোচনা না করে কমিটি গঠন করা হয়েছে। দ্রুত আমরা এ কমিটি বাতিল চাই। এবং সেই সাথে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নবনির্বাচিত সভাপতির পদত্যাগ দাবি করেন।
এ বিষয়ে জানতে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন টিকাদারের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের সভাপতি মাহফুজুর রহমান খান মুঠোফোনে বলেন, আমি ওই কলেজের প্রতিষ্ঠাতা। নিয়মতান্ত্রিকভাবে জাতীয় বিদ্যালয় কর্তৃক কমিটির অনুমোদন হয়েছে। তারা যে অভিযোগ করেছে এটা ঠিক না। তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করলেও মূলত তারা কথিত বিএন পি’র নেতাকর্মী।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *