আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাঞ্ছারামপুর উপজেলার কড়ি কান্দি ফেরী ঘাটে বি এন পির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লিয়াকত আলী ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, এ কে এম মুসা, সদস্য সচিব বাঞ্ছারামপুর উপজেলা বি এন পি। বক্তব্যে বক্তারা বলেন, দুর্নীতি, চাঁদাবাজদের বি এন পি তে ঠাঁই নাই। প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্রদল নেতা নয়ন হত্যার বিচার এ দেশের মাটিতেই হবে। কাউকে ছাড়দেওয়া হবে না। বিক্ষোভ সমাবেশ শেষে কড়ি কান্দি ফেরী ঘাট হতে বাঞ্ছারামপুর পর্যন্ত একটি মোটর সাইকেল শোডাউন দেন তিনি। এসময়ে উপস্থিত ছিলেন , আব্দুল করিম চেয়ারম্যান, সাখাওয়াত হোসেন, দেলোয়ার হোসেন, আব্দুল মতিন, সেলিনা আক্তার, রফিকুল ইসলাম সেন্টু, জাহাঙ্গীর চেয়ারম্যান, হারুনুর রশিদ, মোঃ ফরিদ মিয়া, মোঃ হানিফ মিয়া, আনোয়ার চৌধুরী, ফাইজুর মেম্বার, হামিদ মেম্বার, রশিদ মেম্বার, মোবারক হোসেন, আব্দুল খালেক, নাসির উদ্দিন, মহিউদ্দিন, মোঃ ওবায়দুল্লাহ, স্বপন শিকদার, তরিকুল ইসলাম, বিল্লাল হোসেন, আমির হোসেন, হুমায়ুন কবির,আব্দুর রহিম, ময়না বেগম, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন সরকার। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন, এডভোকেট আবদুল্লাহ আল মহসিন। এছাড়াও বি এন পি অঙ্গসংগঠনের হাজারো নেতা কর্মী উপস্থিত ছিলেন। বি এন পির এ বিক্ষোভ সমাবেশ জনসমুদ্রে রূপ ধারন করে। এ যেন তাদের দীর্ঘ দিনের অপেক্ষার এক মিলন মেলা।