মোঃশফিকুক ইসলাম:
আখাউড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারকে পুনর্বাসনের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। গত রবিবার (২৯ সেপ্টেম্বর) আখাউড়া পূঞ্চালের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে টিন ও টাকা বিতরণ করা হয়।
জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রথম ধাপে ১০ টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে নগদ চার হাজার টাকা ও এক বান্ডিল টিন দেওয়া হয়েছে।
এ ছাড়া পরিবারগুলোর মাঝে ২০০ জন কে নগত ১০০০ টাকা ও রবিশস্যার একটি প্যাকেজ বিতরণ করা হয়। এর আগে আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্গতদের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম জি,ও,সি কুমিল্লা ৩৩ পদাবিক ডিভিশন বলেন, প্রথম ধাপে বন্যায় বসতভিটে হারানো মানুষের মাঝে রবিশস্য,ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ব্রিগিডিয়ার জেনারেল মোঃ আবুসাইদ আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রহি এবং কৃষি কর্মকতৃা প্রমূখ।
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর সেবামূলক কাজ অব্যাহত থাকবে।