সংবাদ শিরোনাম:

ফুটবল খেলায় অতিথি না করায় আয়োজক কমিটির উপর হামলার প্রতিবাদে গ্রাম বাসীর বিক্ষোভ প্রতিবাদ সভা

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

মোঃ বাবুল আক্তার:

গাজীপুরের কালিয়াকৈরে ফুটবল খেলার লিফলেটে নাম না দেওয়ায় আয়োজক কমিটির সদস্যদের মারধর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার আষাড়ীয়া বাড়ী দেওয়ান পাড়া এলাকায় ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।

এলাকাবাসী সুত্রে জানা যায়, কালিয়াকৈরের আষাড়ীয়া বাড়ী এলাকায় বৃহস্পতিবার বিকেলে ফাইনাল ফুটবল খেলার আয়োজন করা হয়। ওই খেলার প্রচার লিফলেটে চাইপাইর ইউনিয়ণ বিএনপির সভাপতি দাবী করা ডিজি রাব্বানীকে প্রধান অতিথি না করায় আগের দিন গত বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বহিরাগত লোকজন ভাড়া করে এনে খেলার স্টেজ ভাঙচুর করে। এক পর্যায়ে খেলার আয়োজক নাজমুল (৩৫) ও জাহিদ (২৮) কে এলোপাথাড়ি মারধর করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এলাকাবাসী আষাড়ীয়া বাড়ী এলাকার ফুটবল খেলার মাঠের পাশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। সাইদুর রহমান সবুরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বোয়ালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ সভাপতি ও চাপাইর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ. এইচ.এম শওকত ইমরান, চাপাইর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, কালিয়াকৈর পৌর বিএনপির সদস্য মোতাহার হোসেন, চাপাইর ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম,কৃষক দল নেতা রতন সরকার প্রমূখ।

এবিষয়ে অভিযুক্ত ডিজি রব্বানী বলেন, যে জায়গায় ফুটবল খেলা হওয়া হওয়ার কথা ছিল সে জায়গাটি আমাদের। তাই আমাদের কাছে না জিজ্ঞেস করে খেলার আয়োজন করায়। আমার ভাই ভাতিজারা একটু উচ্চ বাচ্চ কথা বলেছে।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *