সংবাদ শিরোনাম:

কালিয়াকৈরে সাংবাদিকদের উপর মামলার প্রতিবাদে মানববন্ধন

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

মোঃ হাবিবুর রহমান :

গাজীপুরের কালিয়াকৈরে কর্মরত সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের উপর চালানো মিথ্যা মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা।উক্ত মানববন্ধনে কালিয়াকৈর প্রেস ক্লাব, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাব এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, “সংবাদকর্মীরা জাতির দর্পণ হিসেবে কাজ করে থাকেন, অথচ তাদের উপর হামলা ও হয়রানি এক দুঃখজনক ঘটনা। অবিলম্বে এই ধরনের আক্রমণ বন্ধ করতে হবে এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।”এ সময় বক্তব্য রাখেন সরকার আব্দুল আলীম, এম তুষারী, মাসুদ রানা, এম মাহাবুব হাসান মেহেদী, এমারত হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা দাবি করেন, সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলাগুলো যদি অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি আহ্বান জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Facebook
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *